ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

পদ্মার পানি এখনো বিপৎসীমার ওপরে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২১
পদ্মার পানি এখনো বিপৎসীমার ওপরে

ঢাকা: বন্যাপ্রবণ প্রায় সব প্রধান নদ-নদীর পানি বিপৎসীমার নিচে নেমে এসেছে। তবে পদ্মা, মেঘনার পানি এখনো বিপৎসীমার ওপরে।

পদ্মার পানি সবচেয়ে বেশি সময় ধরে বিপৎসীমার ওপরে অবস্থান করছে। ফলে দীর্ঘায়িত হয়েছে মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতি।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ১৬ আগস্ট থেকে পদ্মার পানি বিপৎসীমার ওপরে উঠে আছে। এর আগে পরে অন্যান্য নদ-নদীর পানি বাড়লেও তা আবার কমে গেছে। কিন্তু পদ্মার পানি  এখনো বিপৎসীমার ৫০ সেন্টিমিটারের বেশি ওপরে আছে। তবে বর্তমানে এই নদীর পানিও কমছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, দেশের সব প্রধান নদ-নদীর পানি কমছে। শনিবার নাগাদ এই ধারা অব্যহত থাকবে। ফলে শুক্রবারের (১০ সেপ্টেম্বর) মধ্যে সিরাজগঞ্জ, পাবনা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মুন্সিগঞ্জ এবং শরীয়তপুর জেলার বন্যা পরিস্থিতিরি আরো উন্নতি হবে।

এদিকে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদীর পানি বিপৎসীমার নিচে নেমে এলেও বানের পানি লোকালয় থেকে এখনো পুরোপুরি সরেনি। উপরন্তু ভাঙন বাড়ছে যমুনা, তিস্তা আর ব্রহ্মপুত্র পারে।

দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বগুড়া ও জামালপুর জেলা। বন্যায় কয়েক লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। নষ্ট হয়েছে প্রায় ৮ হাজার হেক্টর জমির ফসল।

দেশের উত্তরাঞ্চলের স্বল্পমেয়াদি বন্যা তিনবার দেখা দিলেও মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতি এবার দীর্ঘায়িত হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, চলতি মাসে আরেকটি স্বল্পমেয়াদি বন্যা আসতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলীয় মো. আরিফুজ্জামান ভূঁইয়া জানিয়েছেন, বর্তমানে আত্রাইয়ের পানি বাঘাবাড়িতে বিপৎসীমার ১৮ সেন্টিমিটার ওপর দিয়ে, ধলেশ্বরীর পানি এলাসিনে ২৪ সেন্টিমিটার ওপর দিয়ে, তুরাগের পানি কালিয়াকৈরে ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে, কালিগঙ্গার পানি তারাঘাটে ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এছাড়া পদ্মার পানি গোয়ালন্দে ২৭ সেন্টিমিটার ওপর দিয়ে ও সুরেশ্বরে ৫৭ সেন্টিমিটার ওপর দিয়ে এবং চাঁদপুরে মেঘনার পানি ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) পাউবোর পর্যবেক্ষণাধীন বিভিন্ন নদ-নদীর ১০৯টি স্টেশনের মধ্যে পানির সমতল বেড়েছে ১৭টিতে। কমেছে ৮৬টি স্টেশনের পানির সমতল। ছয়টিতে অপরিবর্তিত আছে। আর বিপৎসীমার ওপরে আছে সাতটি স্টেশনের পানি।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০২১
ইইউডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।