ঢাকা: রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে এলাহী বক্স আব্দুল্লাহ (৫২) নামে এক মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকালে মালিবাগ বাজার রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আব্দুল্লাহ কুমিল্লার মুরাদনগর উপজেলার বাসিন্দা। তিনি চার সন্তান ও স্ত্রীকে নিয়ে বর্তমানে মালিবাগ এলাকার একটি মাদরাসার কোয়াটারে থাকতেন।
ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, মালিবাগ রেলগেট এলাকায় কমলাপুর থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায় আব্দুল্লাহ। নিহত ওই এলাকার একটি মাদরাসার বাংলা বিভাগের শিক্ষক ছিলেন। তবে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০২১
এজেডএস/ওএইচ/