ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরায় এক হাজার কৃষ্ণচূড়া গাছ রোপণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২১
মাগুরায় এক হাজার কৃষ্ণচূড়া গাছ রোপণ

মাগুরা: মাগুরায় হাসি মুখ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের ৫ম বর্ষপূর্তি উপলক্ষে এক হাজার কৃষ্ণচূড়া গাছ রোপণ করা হয়েছে।

শুক্রবার (১০ সেপ্টম্বর) সকালে মাগুরা সদর উপজেলার রাঘবদাইড় ইউনিয়নের মাঝাইল গ্রামে এ বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করা হয়।

 

হাসি মুখ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের টিম লিডার আকাশ রহমানের সভাপতিত্বে বৃক্ষরোপণ উদ্বোধন করেন ৬ নম্বর রাঘবদাইড় ইউনিয়নের কৃষকলীগের সহ সভাপতি আইয়ুব মোল্যা।  

এ সময় উপস্থিত ছিলেন- সংগঠনের সিনিয়র সদস্য আবিদ ফয়সাল, আজাদ হোসেন, বাবুল আক্তার, রিয়াজুল ইসলাম প্রমুখ।

সদর উপজেলার কাটাখালী গ্রাম থেকে ইছাখাদা যাওয়ার সড়কের প্রায় ৬ কিলোমিটার এলাকার সড়কের দুই পাশে এ বৃক্ষরোপণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।