ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে নদীতে পড়ে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

সাভার করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২১
ধামরাইয়ে নদীতে পড়ে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার রাফিউল ইসলাম রাফি

সাভার (ঢাকা): ঢাকার ধামরাইয়ে বংশী নদীতে পড়ে নিখোঁজ হওয়ার ১৫ ঘণ্টা পর রাফিউল ইসলাম রাফি (১৩) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে ধামরাইয়ের সদর ইউনিয়নের হাজিপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে শুক্রবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ওই এলাকায় নদীতে পড়ে নিখোঁজ হয় রাফি।

রাফি ধামরাই পৌরসভার বরাতনগর এলাকার মো. মনিরুজ্জামানের ছেলে। সে ধামরাই সরকারি হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী।

ফায়ার সার্ভিস জানায়, ১০ সেপ্টেম্বর বিকেলে হাজিপুরে বাবা-মায়ের সঙ্গে বংশী নদী দেখতে গিয়ে পানিতে পড়ে নিখোঁজ হয় রাফি। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলেও উদ্ধার অভিযান শুরু করা যায়নি ডুবুরি দলের কারণে। শনিবার সকালে ডুবুরি দল এসে আধা ঘণ্টা চেষ্টার পর রাফির মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।

এ বিষয়ে ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সোহেল রানা বাংলানিউজকে জানান, ধামরাইয়ে কোনো ডুবুরি না থাকায় শুক্রবার উদ্ধার অভিযান অভিযান চালানো সম্ভব হয়নি। শনিবার সকালে হেডকোয়াটার থেকে পাঠানো হয়েছিল। পরে সকাল ৯টার দিকে এসে কিশোরের মরদেহ উদ্ধার করে তারা।

** নদীতে পড়ে কিশোর নিখোঁজ, ডুবুরির অপেক্ষায় ফায়ার সার্ভিস!

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।