ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

জনসেবামূলক সংবাদ প্রকাশ করায় বাংলানিউজের শোহানকে সম্মাননা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২১
জনসেবামূলক সংবাদ প্রকাশ করায় বাংলানিউজের শোহানকে সম্মাননা

বাগেরহাট: জনসেবামূলক সংবাদ প্রকাশ করায় বাংলানিউজটোয়েন্টিফোর.কম এর বাগেরহাট ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট এসএস শোহানকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়েছে।  

সোমবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাকশন এইডের সহযোগিতায় বাঁধন মানব উন্নয়ন সংস্থা এ সম্মাননা দেয়।

সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম।  

বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আহাদ উদ্দিন হায়দার, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, বাঁধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এ এস এম মঞ্জুরুল হাসান মিলন, অ্যাকশন এইডের ইন্সপ্রাইরেটর ওবায়াদুল্লাহ আল ইমন, বাঁধনের প্রকল্পের সম্বনয়কারী খোন্দকার মুশফিকুল ইসলাম প্রমুখ।

এছাড়াও বেসরকারি টেলিভিশন আরটিভির বাগেরহাট প্রতিনিধি এস এম সামছুর রহমান, দৈনিক নওয়াপাড়া পত্রিকার চুলকাঠি প্রতিনিধি মো. আনিছুর রহমান, দৈনিক ইত্তেফাকের ফকিরহাট প্রতিনিধি ফটিক ব্যানার্জি ও ঢাকা পোস্টের তানজীম আহমেদকে সম্মাননা দেওয়া হয়।  

অনুষ্ঠানে বাঁধনের বিভিন্ন ইয়ুথ গ্রুপের অর্ধশতাধিক যুব সদস্যরাও অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।