দিনাজপুর: দিনাজপুরে পুলিশের এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) অভিযানে তাবলিগ জামাত থেকে আটক হওয়া ৪৫ জনের মধ্যে ১৯ জন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের সদস্য।
শনিবার (১৮ সেপ্টেম্বর) দিনাজপুর জেলা পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাত ১২টা থেকে সারারাত দিনাজপুর জেলার সদর, বিরল ও বোচাগঞ্জ উপজেলার ৪টি মসজিদে অভিযান পরিচালনা করা হয়।
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম বা আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) সঙ্গে ১৯ জনের সম্পৃক্ততা পাওয়া যায়। এই ১৯ জনকে আটক রেখে পরে বাকি তাবলিগ জামাতের সদস্যদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার ঢাকা থেকে আসা এন্টি টেররিজম ইউনিট দিনাজপুর সদর, বিরল ও বোচাগঞ্জ উপজেলার ৪টি মসজিদে অভিযান পরিচালনা করা হয়। দিনাজপুর জেলা পুলিশ তাদের সহযোগিতা করে।
অভিযান কালে শহরের মেধ্যাপাড়ার বাইতুল ফালাহা জামে মসজিদ থেকে ১২জন, মেধ্যাপাড়া জামে মসজিদ থেকে ৫, বিরল উপজেলার বিরল বাজার জামে মসজিদ থেকে ১৭, বোচাগঞ্জ উপজেলার আটগাঁও বড়ুয়া গ্রামের জামে মসজিদ থেকে ১১জনকে আটক করা হয়।
** দিনাজপুরে জঙ্গি সন্দেহে আটক ৪৭
বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২১
আরএ