ঢাকা: সম্প্রতি রাজধানীর গাজীপুরের একটি রিসোর্টে ‘শ্রেষ্ঠত্বের পথে অবিরাম’ স্লোগানে ডিবিএল সিরামিকসের বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়েছেন সারাদেশ থেকে আসা ডিবিএল সিরামিকসের সকল ডিলাররা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিবিএল গ্রুপের ডিএমডি এম. এ. কাদের, ডিবিএল সিরামিকসের জিএম মোহাম্মদ বায়েজিদ বাশার এবং হেড অব সেলস এম আবু হাসিব রন।
এসময় ডিবিএল সিরামিকসের বিজনেস পার্টনারদের সেরা পারফরমেন্স অ্যাওয়ার্ড দেওয়া হয়।
অনুষ্ঠানে ডিবিএল গ্রুপের ডিএমডি এম. এ. কাদের বলেন, ডিবিএল গ্রুপ সূচনালগ্ন থেকেই দেশের আর্থসামাজিক উন্নয়নে কাজ করে চলেছে। ডিবিএল সিরামিকসের স্টাইল, গুণমান, অ্যাডভান্সড টেকনোলোজি ও নির্ভরযোগ্য পারফর্মেন্স মানুষের আস্থা অর্জন করেছে। আমার দৃঢ় বিশ্বাস, সারাদেশের ডিলারদের নিরলস পরিশ্রমের ফসল আমাদের এই সফলতা।
প্রতিষ্ঠানটির জিএম মোহাম্মদ বায়েজিদ বাশার বলেন, আমাদের এবারের স্লোগান ‘শ্রেষ্ঠত্বের পথে অবিরাম’। আমি মনে প্রাণে বিশ্বাস করি, আপনারা এখন সবাই যেভাবে শ্রেষ্ঠত্বের পথে অবিচল আছেন, সেভাবে সামনেও থাকবেন।
২০১৭ সাল থেকে ডিবিএল সিরামিকস বাহারি ও আধুনিক ডিজাইন এবং প্রিমিয়াম মানের সিরামিক টাইলস উৎপাদন ও বাজারজাতকরণ করে আসছে। পাশাপাশি দেশেকে আর্থসামাজিকভাবে উন্নত ও সমৃদ্ধশালী করার জন্যেও কাজ করছে।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২১
কেএআর