ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

আশুগঞ্জে ৫০০ বোতল ফেনসিডিলসহ মাদক বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২১
আশুগঞ্জে ৫০০ বোতল ফেনসিডিলসহ মাদক বিক্রেতা আটক ছবি: বাংলানিউজ

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৫০০ বোতল ফেনসিডিলসহ মো. দেলোয়ার হোসেন দুলাল (৫২) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৪) এর সদস্যরা।

বুধবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার পূর্ব দিকে ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

দুলাল আখাউড়া উপজেলার দুর্গাপুর পশ্চিমপাড়ার মৃত বাবুল মিয়ার ছেলে।

র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ওই মাদক বিক্রেতাকে আটক করা হয়। আটকের সময় তার কাছ থেকে ৫০০ বোতল ফেনসিডিল ও মাদক কাজে ব্যবহৃত একটি জিপগাড়ি জব্দ করা হয়।

তিনি আরও বলেন, তার বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।