ঢাকা, মঙ্গলবার, ১৭ চৈত্র ১৪৩১, ০১ এপ্রিল ২০২৫, ০১ শাওয়াল ১৪৪৬

জাতীয়

গাড়িতে সিলিন্ডার বিস্ফোরণে ২ পুলিশ দগ্ধ

 ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২১
গাড়িতে সিলিন্ডার বিস্ফোরণে ২ পুলিশ দগ্ধ ছবি: বাংলানিউজ

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মাইক্রোবাসের এয়ার সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় রাকেশ ও বেসান্ত নামে দুই পুলিশ সদস্য দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার কেন্দুরবাগ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সকালে নোয়াখালী জেলা কারাগার থেকে চারজন আসামি নিয়ে পুলিশ এসকর্ট পার্টি লক্ষ্মীপুর যাওয়ার পথে মাইক্রোবাসে সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে গাড়িতে থাকা দু’ পুলিশ সদস্য দগ্ধ হন। আহতদের অবস্থা আশঙ্কাজনক। তাদের ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, আসামিদের তেমন কোনো ক্ষতি হয়নি। তারা বর্তমানে বেগমগঞ্জ থানা হেফাজতে আছেন।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।