ঢাকা, বুধবার, ২১ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

সেবা দেওয়ার প্রতিশ্রুতির তথ্য চেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২১
সেবা দেওয়ার প্রতিশ্রুতির তথ্য চেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ

ঢাকা: মন্ত্রণালয় ও বিভাগগুলোর সেবা দেওয়ার প্রতিশ্রুতি পরিবীক্ষণ কমিটির হালনাগাদ তথ্য জানতে চেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এজন্য সব সিনিয়র সচিব/সচিবকে চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

 

মন্ত্রিপরিষদ বিভাগের চিঠিতে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি প্রণয়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ণ নির্দেশিকা ২০২১-২২ এ সেবা প্রদান প্রতিশ্রুতি কর্মপরিকল্পনা ২০২১-২০২২ (পৃষ্ঠা ৭৭-৭৯) অন্তর্ভুক্ত করা হয়েছে। এ কর্মপরিকল্পনা অনুযায়ী মন্ত্রণালয়/বিভাগকে ত্রৈমাসিক ভিত্তিতে কার্যক্রমগুলো বাস্তবায়নপূর্বক অগ্রগতি প্রতিবেদন পাঠাতে হবে।

চিঠিতে আরও বলা হয়, ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ বিভাগের সুশাসন অধিশাখার পত্রের মাধ্যমে মন্ত্রণালয়/বিভাগের সেবা দেওয়ার প্রতিশ্রুতি পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক/সভাপতিকে সেবা দেওয়ার প্রতিশ্রুতি কার্যক্রমের ফোকাল পয়েন্ট কর্মকর্তা এবং পরিবীক্ষণ কমিটির সদস্য সচিবকে সেবা দেওয়ার প্রতিশ্রুতি কার্যক্রমের বিকল্প ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল। এ বিষয়ের সর্বশেষ তথ্য জানা প্রয়োজন।  

'এমতাবস্থায় তার মন্ত্রণালয়/বিভাগের সেবা দেওয়ার প্রতিশ্রুতি বিষয়ে নিম্নোক্ত তথ্য/কার্যক্রমের অগ্রগতি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। ’ 

চিঠিতে ৩-৫ জন কর্মকর্তার সমন্বয়ে গঠিত সেবা দেওয়ার প্রতিশ্রুতি পরিবীক্ষণ কমিটির সর্বশেষ হালনাগাদ তথ্য (সদস্যগণের নাম, পদবি মোবাইল নাম্বার, ই-মেইল), সেবা দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়ন কর্মপরিকল্পনা ২০২১-২০২২ অনুযায়ী গৃহীত কার্যক্রমের ত্রৈমাসিক হালনাগাদ তথ্য (পরিবীক্ষণ কমিটি কর্তৃক গৃহীত সিদ্ধান্ত এবং তা বাস্তবায়নের অগ্রগতিসহ) পাঠাতে হবে।  

চিঠিতে সেবা দেওয়ার প্রতিশ্রুতি ফোকাল পয়েন্ট কর্মকর্তা ও বিকল্প ফোকাল পয়েন্ট কর্মকর্তার নাম (পদবি, মোবাইল নাম্বার ও ই-মেইল) সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ০২৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২১
এমআইএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।