বগুড়া: বগুড়ার সদর উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খাইরুল ইসলাম সুমন (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (২৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার কানুছগাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সুমন রংপুর জেলার সদর উপজেলার মিস্ত্রীপাড়া এলাকার আ. খালেকের ছেলে। তিনি শহরের সামগ্রাম এলাকায় থাকতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত কানুছগাড়ী এলাকার ইবনে সিনা ডায়াগনস্টিকের সামনে দুই যুবক খায়রুলের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করা হলে তিনি দৌড়ে একটি ফার্মেসির দোকানে প্রবেশ করে আত্মরক্ষার চেষ্টা করেন। ওই দুই যুবক ফার্মেসির ভিতরে প্রবেশ করে খায়রুলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, এ হত্যাকাণ্ডের রহস্য দ্রুত উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে।
বাংলাদেশ সময়: ১০১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২১
কেইউএ/এনএইচআর