ঢাকা, বুধবার, ২১ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

বান্দরবানে ৯২ হাজার ইয়াবাসহ আটক ২ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২১
বান্দরবানে ৯২ হাজার ইয়াবাসহ আটক ২ 

বান্দরবান: বান্দরবানে ৯২ হাজার ৫০০ ইয়াবা বড়িসহ দু’জনকে আটক করেছে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ।  

পুলিশ জানায়, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার তিন নম্বর ঘুমধুম ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সড়ক থেকে বেতবুনিয়া বাজারে যাওয়ার প্রবেশ মুখে পাকা রাস্তায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি করে তাদের আটক করা হয়।

 

আটক ব্যক্তিরা হলেন-কক্সবাজারের মৃত দুনু মিয়ার ছেলে মঞ্জুর আলম (৩২) এবং কক্সবাজারের উখিয়া থানার  আলী আহমদের ছেলে  নুরুল আলম (২৯)।

পুলিশ আরো জানায়, তল্লাশিতে ইয়াবার বিশাল এ চালানটির সঙ্গে ইয়াবা বহনকারী সিএনজি চালিত অটোরিকশাটিও জব্দ করা হয়েছে। সেই সঙ্গে আটক করা হয়েছে দুই ইয়াবা পাচারকারীকেও।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন জানান, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১০২১ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।