ঢাকা, বুধবার, ২১ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

রাজধানীতে আটক ৫৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২১
রাজধানীতে আটক ৫৫

ঢাকা: রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৫ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।  

মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম জানান, অভিযানে ১২ হাজার ৯৮৫ ইয়াবা বড়ি, ২৫ গ্রাম (৫০ পুরিয়া) হেরোইন, ৫৫ কেজি ৬৬৫ গ্রাম (১৬০ পুরিয়া) গাঁজা, ৪০ ক্যান বিয়ার, ৬০ অ্যাম্পুল ইনজেকশন ও এক গ্রাম আইস জব্দ করা হয়।

আটক ব্যক্তিদের নামে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৮টি মামলা হয়েছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২১
এমএমআই/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।