ঢাকা, বুধবার, ২১ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

নগরকান্দায় ৩ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২১
নগরকান্দায় ৩ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস

ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দায় উপজেলার বিভিন্ন খাল, বিল থেকে চারটি অবৈধ চায়না জাল, তিন হাজার মিটার কারেন্ট জালসহ ভেসাল অপসারণ ও জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকালে জব্দকৃত চারটি চায়না ও ৩ হাজার মিটার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

জানা গেছে, বুধবার উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ তানভির আখতারের তত্ত্বাবধানে উপজেলার ফুলসুতি ইউনিয়নের রানপাশা, চোকাইড় ও ফুলসুতি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতি প্রু। এসময় চারটি চায়না ও তিন হাজার কারেন্ট জাল জব্দ করা হয়।

নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেতি প্রু জানান, দেশীয় প্রজাতির পোনা মাছ রক্ষা করতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।