ঢাকা: আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের নেতা মুহিবুল্লাহর হত্যাকাণ্ডে রোহিঙ্গা প্রত্যাবাসন বিঘ্নিত হতে পারে এমন বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন।
বৃহস্পতিবার ( ৩০ সেপ্টেম্বর) একটি বেসরকারি টেলিভিশনে তিনি এ কথা বলেন।
এদিকে টুইটারে হাইকমিশনার রবার্ট ডিকসন বলেন, মুহিবুল্লাহর হত্যাকাণ্ডে আমি মর্মাহত ও শোকাহত। তার পরিবার, বন্ধু এবং রোহিঙ্গা সম্প্রদায়ের জন্য একটি মর্মান্তিক ক্ষতি। তাদের প্রতি আমার আন্তরিক সমবেদনা।
বুধবার রাতে কক্সবাজারের উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা শিবিরের রোহিঙ্গা নেতা এবং শিক্ষক মুহিবুল্লাহকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
রোহিঙ্গা ইস্যুতে আলোচিত একটি নাম মুহিব উল্লাহ। রোহিঙ্গাদের যত সংগঠন ও নেতা রয়েছেন এদের সবাইকে ছাপিয়ে গিয়েছিলেন মুহিবুল্লাহ ও তার সংগঠন আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যানরাইটস।
বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২১
টিআর /এসআইএস