ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ভাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২১
ভাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ 

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় শম্পা বেগম (৩৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৯ অক্টোবর) সকালে ময়নাতদন্তর জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়েছে।

 

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দিনগত রাতে ওই উপজেলার আতাদী মধ্যপাড়া গ্রামে স্বামীর বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।  

শম্পা ভাঙ্গা পৌরসভার নওয়াপাড়া ভারইডাঙ্গা গ্রামের সোরহাব মাতুব্বরের মেয়ে ও আতাদী মধ্যপাড়া গ্রামের কামরুল মাতুব্বরের স্ত্রী।  

জানা গেছে, ঘটনার পর থেকে ওই গৃহবধূর স্বামী ও শশুরবাড়ির লোকজন পলাতক রয়েছেন। এ ঘটনায় শম্পার ছোট ভাই রনি বাদী হয়ে থানায় একটি অভিযোগ করেছেন।

এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) ফাহিমা কাদের চৌধুরী বাংলানিউজকে জানান, ময়নাতদন্তর জন্য ওই গৃহবধূর মরদেহ ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শম্পার পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।