ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান বাজার এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন।
শুক্রবার (২৯ অক্টোবর) দুপুরের দিকে ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দু'জনের মধ্যে একজন জেলার বালিয়াডাঙ্গী উপজেলার তারাঞ্জুবাড়ী গ্রামের হালিম উদ্দিন এবং অন্যজন একই উপজেলার ঢেকনাপাড়া গ্রামে বলে জানা গেলেও নাম জানা যায়নি।
দুর্ঘটনায় আহত ব্যক্তিকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার নাম-পরিচয়ও জানা যায়নি।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত দু'জনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২১
এসআরএস