চাঁদপুর: ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, দেশে অশান্তি হোক এমনটি কোন ধর্মই বিশ্বাস করেনা কিংবা লেখা নেই। সম্প্রতি বজায়ে রেখে সারা বিশ্বের মানুষ যেন চলতে পারে, সেই কথাই লেখা রয়েছে।
রাসুল (স.) নিজেও এ কথাই বলে গেছেন। তিনি সকল ধর্মের মানুষকে নিয়ে রাষ্ট্র চালিয়েছেন। তাই সেই জায়গা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আমাদের দেশেও যেন একই নিয়ম রাখতে পারি। তাহলেই শান্তি ফিরে আসবে।
শুক্রবার (২৯ অক্টোবর) দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্ত পরিবার ও ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আর্থিক সহায়তা দেন ধর্ম প্রতিমন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন- শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, দিনাজপুর-১ আসনের এমপি মনোরঞ্জন শীল গোপাল, লক্ষ্মীপুর-১ আসনের এমপি শাহজাহান কামাল, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ, চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলালসহ বিভিন্ন জনপ্রতিনিধি, আওয়ামী লীগ ও এর অঙ্গসহযোগী রাজনৈতিক দলের নেতাকর্মী এবং প্রশাসনের কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২১
জেডএ