ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

পুলিশ হওয়ার স্বপ্ন নিয়ে পরীক্ষার মাঠেই মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২১
পুলিশ হওয়ার স্বপ্ন নিয়ে পরীক্ষার মাঠেই মৃত্যু প্রতীকী ছবি

গাজীপুর: পুলিশ হবেন, এমন স্বপ্ন নিয়েই পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা দিতে যান শাহিন চৌধুরী (২০)। কিন্তু সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই পরীক্ষার মাঠে হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যু হলো তার।

শুক্রবার (২৯ অক্টোবর) সকাল ১১টার দিকে গাজীপুর জেলা পুলিশ লাইন্সে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

নিহত শাহিন চৌধুরী গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানাধীন উত্তর খাইলকুর এলাকার ইসমাইল হোসেনের ছেলে।

পুলিশ ও বিভিন্ন সূত্রে জানা গেছে, গাজীপুর জেলা পুলিশ লাইন্সে কনস্টেবল নিয়োগ পরীক্ষায় অংশ নিতে যান শাহিন চৌধুরী। এক পর্যায়ে পরীক্ষা চলাকালে শাহিন টেলিকম টাওয়ারের পাশে গিয়ে দাঁড়ান। এ সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তখন অনেকেই ধারণা করেন তিনি টাওয়ার থেকে বিদ্যুৎপৃষ্ট হয়েছেন। পরে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। অভিযোগ উঠেছে গাজীপুর পুলিশ লাইন্স মাঠে টেলিকম টাওয়ারে হেলান দিলে শাহিন বিদ্যুৎপৃষ্ট হন।

গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. সানোয়ার হোসেন জানান, কনস্টেবল নিয়োগ পরীক্ষায় অংশ নিতে আসেন শাহিন চৌধুরী। এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। তবে চিকিৎসকরা প্রাথমিকভাবে জানিয়েছেন বিদ্যুৎপৃষ্ট হয়ে তার মৃত্যু হয়নি। এছাড়া বিদ্যুৎপৃষ্ট হওয়ার কথা উঠলে পল্লী বিদ্যুতের লোক নিয়ে তা পরীক্ষা করা হয়। ওই টাওয়ারে কোনো বিদ্যুৎ ছিল না। মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন পেলে প্রকৃত কারণ জানা যাবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২১
আরএস/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।