নাটোর: নাটোরের লালপুরে সরকারি দিঘীর জমি দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষ বাদশাহ গ্রুপের ধারালো অস্ত্রের আঘাতে মকলেছুর রহমান (৫০) নামে একজন ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় সাকাত আলী (৬৫) নামে একজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২৯ অক্টোবর ) সকালে উপজেলার ঈশ্বরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মকলেছুর ওই গ্রামের মৃত ছইমুদ্দিনের ছেলে। আহত জাকাত আলী একই গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুর রহমান বাংলানিউজকে জানান, ঈশ্বরপাড়া গ্রামে সরকারি ১৮ বিঘা দিঘীর জমি দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বাদশাহ গ্রুপ ও মকলেছুর গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। আজ সকালে মকলেছুর টয়লেটে যাওয়ার সময় বাদশাহ গ্রুপের লোকজন ধারালো অস্ত্র দিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে গুরুতর আহত হন তিনি। এ সময় তাকে উদ্ধারে এগিয়ে এলে সাকাত আলীকেও কুপিয়ে জখম করা হয়।
তাদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে মকলেছুর রহমানকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর রামেকে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ওসি বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২১
জেডএ