ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলপুরে নিখোঁজ হওয়ার ২২ ঘণ্টা পর রাফি আহামেদ (১২) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলার পয়ারী ইউনিয়নের মামুদপুর বাজার সংলগ্ন একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
রাফি মামুদপুর বাজারের চা বিক্রেতা আবুল কালামের পুত্র। স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল সে।
সহপাঠীরা তার সম্পর্কে বাংলানিউজকে বলে, রাফি অত্যন্ত মেধাবী ছিলো। যখন যা দেখতো তাই তৈরি করার চেষ্টা করতো। তার স্বপ্ন ছিল বড় হয়ে একজন বড় বিজ্ঞানী হওয়ার।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, রাফি বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করেই নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার ২২ ঘণ্টা পর স্থানীয়রা তার মরদেহ পুকুরে ভাসতে দেখে পরিবারকে খবর দেয়। পরে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২১
জেডএ