নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার নবাবগঞ্জ উপজেলার একটি পুকুর থেকে অজ্ঞাত (৫০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বান্দুরা ইউনিয়নের মৃধাকান্দা গ্রামের সেকান্দারের বাড়ির পাশ্ববর্তী পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, স্থানীয়রা কাজ করতে গেলে ওই ব্যক্তির মরদেহ পুকুরে ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
তিনি জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২১
জেডএ