ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে ৬ কেজি রূপাসহ একজন আটক 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২১
ঝিনাইদহে ৬ কেজি রূপাসহ একজন আটক 

ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা গ্রামের মাঠে আভিযান চালিয়ে ৬ কেজি রূপাসহ সুমন আলী (২৪) নামে একজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে ওই উপজেলা থেকে তাকে আটক করা হয়।

আটক সুমন আলী চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার কার্পাসডাঙ্গা গ্রামের আবুল বাসারের ছেলে।

ঝিনাইদহ গোয়েন্দা পুলিশ (ডিবির) ওসি আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, দামুড়হুদা থানার কার্পাসডাঙ্গা থেকে ইজিবাইকযোগে ৬ কেজি রূপা নিয়ে ঝিনাইদহ শহরের দিকে আসছিলেন সুমন। এমন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল অভিযান চালিয়ে বংকিরা গ্রামের মাঠ থেকে তাকে আটক করে। পরে তার দেওয়া তথ্যমতে ওই ইজিবাইক থেকে ৬ কেজি রূপা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সুমনকে আদালতে পাঠানো হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।