ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

দক্ষিণখানে এসি বিস্ফোরণে দগ্ধ ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২১
দক্ষিণখানে এসি বিস্ফোরণে দগ্ধ ২ এসি বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত 'ব্লু বার্ড' চাইনিজ রেস্টুরেন্ট। ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর দক্ষিণখানের আশকোনায় একটি চাইনিজ রেস্টুরেন্টে এসি বিস্ফোরণে মো. ফয়সাল (১৫) ও কাউয়ুম (২০) নামে দুইজন পরিচ্চছন্ন কর্মী দগ্ধ হয়েছেন।

রোববার (৩১ অক্টোবর) সকাল ১০টার দিকে আশকোনা কমর উদ্দিন টাওয়ারের ২য় তলায় 'ব্লু বার্ড' নামে চাইনিজ রেস্টুরেন্টে এই ঘটনা ঘটে।

তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দক্ষিণখান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাশেদ জানান, সকালে যখন দুইজন পরিচ্ছন্ন কর্মী রেস্টুরেন্টের ভেতরে ঢুকে তার কিছুক্ষণ পর সেখানকার ২টি ৫ টনের এসি বিস্ফোরণ হয়। এতে তারা দু'জন দগ্ধ হয়।

তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ২য় তলার রেস্টুরেন্টের ভেতরে সবকিছু তছনছ হয়ে গেছে। বিস্ফোরেণে পাশের আরেকটি ভবনের দেওয়ালও অনেকটা ধসে গেছে।

দগ্ধ ফয়সাল নিজেই জানায়, সকালে যখন তারা রেস্টুরেন্টের গেট খুলে পরিষ্কার করার জন্য ভেতরে ঢুকে এর পাঁচ মিনিট পর বিকট শব্দে বিস্ফোরণ হতে থাকে। তাদের শরীরে আগুন লেগে গেলে তারা দৌড়ে বাইরে বের হয়। কই থেকে বিস্ফোরণ হয়েছে তা কিছুই টের পায়নি।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. আইয়ুব হোসেন জানান, ফয়সালের শরীরের ২৮ শতাংশ ও কাউয়ুমের ৯৬ শতাংশ দগ্ধ হয়েছে। কাউয়ুমের অবস্থা আশঙ্কাজনক।

ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, সকাল ১০টা ১৪ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদে ঘটনাস্থলে উত্তরা ফায়ার সার্ভিস থেকে দু'টি ইউনিট পাঠানো হয়েছিল। এখনো বিস্তারিত রিপোর্ট আমরা পাইনি।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২১
এজেডএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।