পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নে আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ইউপি নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের নৌকা প্রার্থীর পথসভায় হামলা ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় আহত হয়েছেন দলটির বেশ কয়েকজন কর্মী।
ভজনপুর ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হারুন অর রশিদ লিটন বাংলানিউজকে বলেন, ভজনপুর বাজারে আমরা শান্তিপূর্ণ পথসভা করছিলাম। রাত ৮টার দিকে নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে গেলে পথসভার পেছনে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা হামলা করে পালিয়ে যায়। এর সুষ্ঠু তদন্ত চেয়ে জড়িতদের বিচার দাবি করেছেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ চন্দ্র সাহা বলেন,পথসভায় হামলার যে ঘটনাটি ঘটেছে এটি অনাকাঙ্খিত। আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
তেঁতুলিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু বলেন, আমাদের আহত কর্মীদের হাসপাতালে পাঠিয়েছি। শুধু এখানে নয়, উপজেলার বেশ কিছু ইউনিয়নে আমাদের বিদ্রোহী প্রার্থীরা বিশৃঙ্খলা সৃষ্টি করছে। উপজেলা প্রশাসন এ বিষয়ে তৎপর থাকবে।
বাংলাদেশ সময়: ০৩১৩ ঘণ্টা, নভেম্বর ১, ২০২১
এনএসআর