ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

তেঁতুলিয়ায় নির্বাচনী পথসভায় হামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৩ ঘণ্টা, নভেম্বর ১, ২০২১
তেঁতুলিয়ায় নির্বাচনী পথসভায় হামলা ছবি: বাংলানিউজ

পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নে আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ইউপি নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের নৌকা প্রার্থীর পথসভায় হামলা ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় আহত হয়েছেন দলটির বেশ কয়েকজন কর্মী।

 এর জের ধরে প্রায় ২ ঘণ্টা ধরে ভজনপুর বাজারের তেতুলিয়া-পঞ্চগড় মহাসড়কে শতাধিক যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানিয়েছেন তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েক মিয়া।

ভজনপুর ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হারুন অর রশিদ লিটন বাংলানিউজকে বলেন, ভজনপুর বাজারে আমরা শান্তিপূর্ণ পথসভা করছিলাম। রাত ৮টার দিকে নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে গেলে পথসভার পেছনে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা হামলা করে পালিয়ে যায়। এর সুষ্ঠু তদন্ত চেয়ে জড়িতদের বিচার দাবি করেছেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ চন্দ্র সাহা বলেন,পথসভায় হামলার যে ঘটনাটি ঘটেছে এটি অনাকাঙ্খিত। আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

তেঁতুলিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু বলেন, আমাদের আহত কর্মীদের হাসপাতালে পাঠিয়েছি। শুধু এখানে নয়, উপজেলার বেশ কিছু ইউনিয়নে আমাদের বিদ্রোহী প্রার্থীরা বিশৃঙ্খলা সৃষ্টি করছে। উপজেলা প্রশাসন এ বিষয়ে তৎপর থাকবে।

বাংলাদেশ সময়: ০৩১৩ ঘণ্টা, নভেম্বর ১, ২০২১
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।