ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

গুলশানে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৫ ঘণ্টা, নভেম্বর ১, ২০২১
গুলশানে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু ফাইল ফটো

ঢাকা: রাজধানীর গুলশান আমেরিকান অ্যাম্বাসি গ্যারেজের সামনে ট্রাক উল্টে রিকশা আরোহী রিহান (০৫) নামে এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছে শিশুটির পরিবারের আরও তিনজন।

আহতরা হলেন শিশুটির বড় বোন রাহী (৬), বাবা আ. রহিম ও মা শাহজাদী আক্তার মাফারা (২৫)।

রোববার রাত সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত দেড়টার দিকে রিহান নামের শিশুটিকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার খালিশপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে রিহান। তাদের বাসা বাড্ডা বাঁশতলা এলাকায়। রহিম গুলশানে মুদি দোকানদার।

শিশুটির মামা নজরুল ইসলাম জানান, রোববার দিবাগত রাতে দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে নতুন বাজারে গিয়েছিলেন বাজার করতে। সেখান থেকে বাসায় ফেরার সময় দুর্ঘটনার শিকার হয় বলে খবর পাই। হাসপাতালে নিয়ে গেলে রিহানকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। রাহী ও তার মাকে চিকিৎসা দিয়ে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে শিশুটির বাবা রহিম হাসপাতালে ভর্তি রয়েছে।

সোমবার (০১ নভেম্বর) সকালে গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম জানান, আমেরিকা অ্যাম্বাসির গ্যারেজের সামনের রাস্তা দিয়ে রিকশায় করে যাচ্ছিলেন তারা। তখন রিকশাটি চিনি বোঝাই ট্রাকের সামনে পড়ে গেলে চালক রিকশাটিতে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তখনই ওই ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে রিক্সার। এতে রিক্সায় থাকা তার চার জন আহত হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে শিশুটিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

তিনি জানান, ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। তবে রিকশা চালককে পাওয়া যায়নি। এই ঘটনা এখনো কোনো মামলা দায়ের করা হয়নি। অভিযোগ পেলে মামলা নেওয়া হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১০০৪ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২১
এজেডএস/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।