ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বান্দরবানে সেনাবাহিনীর মানবিক সহায়তা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, নভেম্বর ১, ২০২১
বান্দরবানে সেনাবাহিনীর মানবিক সহায়তা  অসহায় পরিবারের মধ্যে সেনাবাহিনীর মানবিক সহায়তা 

বান্দরবান: পিছিয়ে পড়া মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে বান্দরবানে দরিদ্র পরিবারের মধ্যে মানবিক সহায়তা দিয়েছে সেনাবাহিনী।  

বান্দরবান সেনা রিজিয়নের পক্ষ থেকে সোমবার (০১ নভেম্বর) সকালে সেনা জোন প্রাঙ্গণে এ সহায়তা দেওয়া হয়।

এ অনুষ্ঠানে আয়োজন করে বান্দরবান সেনা জোন।

এ সময় বান্দরবান সদর ও রোয়াংছড়ি উপজেলার ২৯টি দরিদ্র পরিবারকে সাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন, সোলার প্যানেল, কৃষি যন্ত্রপাতি এবং গৃহপালিত পশু দেওয়া হয়।

অনুষ্ঠানে বান্দরবান সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জিয়াউল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে এসব সামগ্রী তুলে দেন।  

এ সময় জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আখতার উস সামাদ রাফিসহ অন্যান্য সেনাকর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল মো. জিয়াউল হক বলেন, পার্বত্য অঞ্চলে সেনাবাহিনী অপারেশন উত্তরণ দায়িত্ব পালনের পাশাপাশি পিছিয়ে পড়া মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে বিভিন্ন সময়ে মানবিক সহায়তা দিয়ে আসছে।  

দুর্গম পাহাড়ে বসবাসরত দরিদ্র পরিবারগুলোকে সাবলম্বী করতে এ প্রয়াস ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা রাখি।  

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২১
এসআরএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।