সিলেট: সিলেট নগরের চারাদিঘীর পাড় থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১ নভেম্বর) দুপুর ১টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ১টার দিকে চারাদিঘীর পাড়ের রাস্তার পাশে এক শিশুর মরদেহ দেখতে পান। তাৎক্ষণিক এসএমপির কোতোয়ালি মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।
এসএমপির কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, মানিকপীড় টিলার কবরস্থান থেকে শেয়াল বা কুকুর হয়তো মরদেহ তুলে নিয়ে এসেছে। এরপরও ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, নভেম্বর ১, ২০২১
এনইউ/কেএআর