পটুয়াখালী: পটুয়াখালীতে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক খান মোশাররফ হোসেনের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালন হয়েছে।
সোমবার (০১ নভেম্বর) বিকেলে জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহরের মুসলিম কবরস্থানে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক খান মোশাররফ হোসেনের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নান, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান ও সাবেক পৌরসভা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. সুলতান আহমেদ মৃধাসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পুষ্পস্তবক অর্পণ শেষে সবার উপস্থিতিতে মরহুমের রূহের মাগফেরাত কামনা করে দোয়া-মোনাজাত পরিচালনা করেন মুসলিম কবরস্থান জামে মসজিদের পেশ ইমাম মাও. নাজিম উদ্দীন আহমেদ। আছর বাদ মুসলিম কবরস্থান জামে মসজিদসহ বিভিন্ন মসজিদে খান মোশাররফ হোসেনের রূহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদের আয়োজন করা হয়। এরপর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২১
এনটি