ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

চৌমুহনীতে সহিংসতার ঘটনায় গ্রেফতার আরো ৪ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, নভেম্বর ১, ২০২১
চৌমুহনীতে সহিংসতার ঘটনায় গ্রেফতার আরো ৪ 

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে পূজামণ্ডপে হামলার ঘটনায় ভিডিও ফুটেজ ও গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে আরো চারজনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১ নভেম্বর) বিকেলে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম।

এর আগে, রোববার (৩১ অক্টোবর) রাতে বিশেষ অভিযান চালিয়ে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ ও জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন- বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার হাজীপুর গ্রামের মৃত আমিন উল্লাহর ছেলে মো. ইউসুফ (৪০), করিমপুর গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে মো. আব্দুর রহিম সোহাগ (১৮), গনিপুর গ্রামের মো. সোলেমানের ছেলে মো. সাইফুল ইসলাম রিপন (২৫) ও গোপালপুর আটিয়াকান্দি গ্রামের এরশাদ আলীর ছেলে ইনজামুল আলী প্রত্যয় (১৭)।

এসপি আরো জানান, বিশেষ অভিযান পরিচালনা করে সিসিটিভি ক্যামেরার ফুটেজ ও গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  

দুর্গাপূজা চলাকালে গত ১৩ অক্টোবর ভোরে কুমিল্লা নগরীর নানুয়ার দীঘির পাড়ের অস্থায়ী পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ পাওয়ার ঘটনায় হামলা-ভাঙচুর হয়। কুমিল্লার ঘটনার জেরে ১৫ অক্টোবর বেগমগঞ্জের বিভিন্ন মন্দিরে হামলা চালানো হয়। এ ঘটনায় ৩১ মামলায় ২২৬ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আট আসামি হামলায় নিজেদের সম্পৃক্ততার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। এর আগে ৩৫ আসামির রিমান্ড মঞ্জুর করেন আদালত। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, নভেম্বর ১, ২০২১
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।