ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

কিশোরকে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি, আটক ৪ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, নভেম্বর ১, ২০২১
কিশোরকে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি, আটক ৪ 

ময়মনসিংহ: ময়মনসিংহে জাকিরুল ইসলাম (১৭) নামে এক কিশোরকে অপহরণ করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে একটি চক্র। এ ঘটনার র‌্যাব-১৪ অভিযান চালিয়ে অপহরণ চক্রের চার সদ্যস্যকে আটক করেছে।

এ সময় তাদের কাছ থেকে ছুরি, নগদ টাকা, অপহরণে ব্যবহৃত চারটি মোবাইল ফোন ও একটি পিকআপ ভ্যান উদ্ধার করা হয়।  

আটক ব্যক্তিরা হলেন- নগরীর খাগডহর এলাকার মো. হাসান, কাঠগোলা এলাকার খন্দকার ওয়াহেদ আমজাদ ওরফে শাওন, সিরতা কোনাপাড়া এলাকার ইতিক হাছান ও সানকিপাড়ার মোকলেছুর রহমান।

সোমবার (১ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনায় আটক চারজনের নামে কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে।

এর আগে দুপুরে ময়মনসিংহ সদর উপজেলার পরানগঞ্জ এলাকা থেকে অপহৃতকে উদ্ধার করে অপহরণ চক্রের চার সদস্যকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪।  

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ এসব তথ্য নিশ্চিত করেছেন।  

র‌্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার মেজর আখের মুহম্মদ জয় জানান, পাঁচ লাখ টাকা মুক্তিপণ আদায়ের উদ্দেশে জাকিরুল ইসলামকে অপহরণ করে একটি চক্র। এ সময় তারা অপহৃতকে হত্যার উদ্দেশে মারধর করে জখম করে ভয়ভীতিও দেখান।

বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, নভেম্বর ১, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।