কুমিল্লা: কুমিল্লায় ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে পত্রিকাবাহী একটি মাইক্রোবাসের চালক লিটন মিয়া (৫৫) নিহত হয়েছেন।
সোমবার (১ অক্টোবর) দিনগত রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত লিটন মিয়ার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ডুবচাইল গ্রামে। চট্টগ্রাম-কক্সবাজারে জাতীয় পত্রিকা পৌঁছে দিতেন তিনি।
জানা যায়, শেষ রাতে পত্রিকা নিয়ে মাইক্রোবাসটি চট্টগ্রামে যাচ্ছিল। পথে পদুয়ার বাজার এলাকায় মাইক্রোবাসটি পেছন থেকে একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক লিটন গুরুতর আহত হন। এ অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। দু’টি গাড়িই আমাদের হেফাজতে আছে।
বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, নভেম্বর ২, ২০২১
এসআই