ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় বাসচাপায় নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, নভেম্বর ২, ২০২১
কুমিল্লায় বাসচাপায় নিহত ৩

কুমিল্লা: কুমিল্লায় বাসচাপায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার (২ নভেম্বর) সকাল ১০টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের কাঁচি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- কুয়েত প্রবাসী হারুনের মেয়ে কলেজছাত্রী সায়মুনা আক্তার (২০), আবদুল হাকিমের ছেলে রুহুল আমিন (৬৫) ও তার স্ত্রী সেলিনা আক্তার (৪৫)। তাদের সবার বাড়ি জেলার মনোহরগঞ্জের শাকচাইল গ্রামে।  

মনোহরগঞ্জের নাথেরপেটুয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাফর আহমেদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, ঢাকা অভিমুখী একুশে পরিবহন ও হিমাচল এক্সপ্রেস বাস একটি অপরটিকে ওভারটেক করার জন্য বেপরোয়া গতিতে চলছিল। এক পর্যায়ে একুশে পরিবহনের বাসটি পাশ কেটে সামনে যাওয়ার সময় রাস্তার এক পাশে থাকা সিএনজিচালিত একটি অটোরিকশাকে চাপ দেয়। এতে ঘটনাস্থলেই ওই তিনজন মারা যান। গুরুতর আহত হন অটোরিকশাচালক খোকন (৪০)। তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

জাফর আহমেদ জানান, ঘাতক বাসটি জব্দ করা গেলেও এর চালক ও হেলফার পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২১, আপডেট: ১৪০১ ঘণ্টা
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।