গাজীপুর: গাজীপুর পল্লীবিদ্যুৎ সমিতির আওতাধীন ৩৩ কেভি লাইন পরীক্ষা করার সময় উপর থেকে স্ফুলিঙ্গ পড়ে ৫ জন দগ্ধ হয়েছে।
সোমবার (১ নভেম্বর) তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।
দগ্ধরা হলেন- গ্রীড-১ এর লাইনম্যান মো. মামুন (২৭), লাইন টেকনিশিয়ান মাহবুবুর রহমান (৪৫), লেবেল-১ এর লাইনম্যান হযরত আলী (৩২), লাইন টেকনেশিয়ান মো. ফারুক হোসেন (৫০) ও লাইন লেবার নাজমুল হোসেন (৩৫)।
গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির জিএম যুব রাজ চন্দ্র পাল জানান, পল্লী বিদ্যুতের ঠিকাদার ও পল্লীবিদ্যুতের লোকজন গাজীপুর সিটি করপোরেশনের কড্ডা এলাকায় ৩৩ হাজার ভোল্টের লাইনে তার বদলের কাজ করছিলেন। সোমবার বিকেলে কড্ডায় চালু লাইনে গ্রাউন্ডিং করার সময় স্ফুলিঙ্গ সৃষ্টি হয়ে পাশে থাকা লোকজনের উপরে পড়ে। এতে ওই ৫জন সামান্য দগ্ধ হয়েছে। পরে তাদের ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ১৪১৫, নভেম্বর ০২, ২০২১
আরএস/ এনএইচআর