কুড়িগ্রাম: দেড় বছর বয়সী শিশু আরিয়ানকে আটকে রেখে স্ত্রী আঁখি বেগমকে বাড়ি থেকে বের করে দিয়েছেন তার স্বামী। পরে শিশুটিকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের চিলমারী উপজেলার কিশামত বানু নালার পার গ্রামে।
সোমবার (১ নভেম্বর) দিনগত রাতে ওই গ্রামে জাবিউল ইসলামের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করে মা আঁখির কোলে ফিরিয়ে দেওয়া হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কিশামত বানু নালার পার গ্রামের জাবিউলের সঙ্গে তিন বছর আগে বিয়ে হয় পার্শ্ববর্তী উলিপুর উপজেলার বজরা তবকপুর সরদারপাড়া গ্রামের আঁখির (২১)। জাবিউল-আঁখি দম্পতির ঘরে জন্ম নেয় শিশু আরিয়ান। পারিবারিক কলহের জের ধরে গত ২৪ অক্টোবর স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে স্বামী জাবিউল ভয়ভীতি দেখিয়ে দেড় বছরের শিশুপুত্র আরিয়ানকে আটকে রাখে স্ত্রী আঁখিকে বাড়ি থেকে বের করে দেয়। নিরুপায় হয়ে বাবার বাড়ি চলে যাওয়ার পরবর্তীতে অনেক চেষ্টা চালিয়েও শিশুটিকে নিজের কাছে নিয়ে আসতে ব্যার্থ হয় আঁখি।
অবশেষে সোমবার রাতে চিলমারী থানায় আঁখি অভিযোগ দিলে রাতেই পুলিশের একটি দল কিশামত বানু নালার পার গ্রামে অভিযান চালিয়ে জাবিউলের বাড়ি থেকে দেড় বছর বয়সী আরিয়ানকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেয়।
চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, মা আঁখির অভিযোগের ভিত্তিকে মানবিক দিক বিবেচনায় তার দেড় বছর বয়সী শিশু সন্তানকে রাতেই উদ্ধার করা হয়। পরে শিশুটির নানা আমিনুল ইসলামের উপস্থিতিতে মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২১
এফইএস/এএটি