গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি পুকুর থেকে নাসির দেওয়ান (৩৫) নামে এক বাকপ্রতিবন্ধী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
মঙ্গলবার (২ নভেম্বর) দুপুরে ওই লতিফপুর এলাকার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নাসির টঙ্গাইলের নাগরপুর থানার সলিমাবাদ এলাকার জরু দেওয়ানের ছেলে। তিনি বাকপ্রতিবন্ধী ও স্থানীয় একটি মিষ্টির দোকানে কাজ করতেন।
নিহতের পরিবার ও পুলিশ জানায়, নাসির দেওয়ান গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সাহেববাজার এলাকায় তাপস মিষ্টান্ন ভাণ্ডারে চাকরি করতেন। সোমবার রাতে দোকানে কাজ শেষে বাড়ি চলে যান। এরপর থেকে তার আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। দুপুরে লতিফপুর জোড়া ব্রিজ এলাকায় জননী মৎস্য খামারের একটি পুকুরে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ দুপুরে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।
এছাড়া মরদেহ উদ্ধারের খবর পেয়ে নিহতের স্বজনরা এসে মরদেহটি শনাক্ত করে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ প্রাথমিকভাবে ধারনা করছে রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ধরে হেঁটে বাড়ি যাওয়ার সময় বাসের ধাক্কায় পুকুরে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। তবে ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ১৯২৪, নভেম্বর ০২, ২০২১
আরএস/এনএইচআর