ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

শিক্ষককে লাঞ্ছিত করায় প্রাথমিক শিক্ষক সমিতির নিন্দা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, নভেম্বর ২, ২০২১
শিক্ষককে লাঞ্ছিত করায় প্রাথমিক শিক্ষক সমিতির নিন্দা

ঢাকা: প্রধান শিক্ষককে মারধর ও শারীরিকভাবে লাঞ্ছিত করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি।

মঙ্গলবার (২ নভেম্বর) বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আতিকুর রহমান আতিক ও সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিন এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।


 
বিবৃতিতে তারা বলেন, গোপালগঞ্জ জেলার সদর উপজেলার ২৮ নম্বর উরফি বড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শনে এসে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা (এটিও) গৌতম চন্দ্র রায় ও ম্যানেজিং কমিটির সভাপতি উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজ কান্তি বিশ্বাসকে উপর্যুপরি শারীরিকভাবে মারধর ও লাঞ্ছিত করেন। প্রধান শিক্ষক মনোজ কান্তি বিশ্বাস যদি কোনো নিয়ম-শৃঙ্খলা অমান্য করে থাকেন তাহলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে পারতেন। কিন্তু তা না করে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা (এটিও) ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি একজন প্রধান শিক্ষকে শারীরিকভাবে নির্যাতন করতে পারেন না। এ ঘটনা সমগ্র শিক্ষক সমাজকেই লাঞ্ছিত করার সমতুল্য। আমরা বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে অবিলম্বে এটিও এবং ম্যানেজিং কমিটির সভাপতিকে বরখাস্ত ও শাস্তির দাবি জানাই।

এটিও এবং ম্যানেজিং কমিটির সভাপতিকে বরখাস্ত ও শাস্তির দাবিতে আন্দোলন কর্মসূচি ঘোষণার লক্ষ্যে আগামী ৪ নভেম্বর সকাল ১০টায় ঢাকা রিপোর্টস ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
 
বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২১
আরকেআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।