ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সাপের ছোবলে সাপুড়ের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২১ ঘণ্টা, নভেম্বর ২, ২০২১
সাপের ছোবলে সাপুড়ের মৃত্যু

ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঝাউদিয়া গ্রামে সাপের ছোবলে শুকুর আলী (৫৬) নামে এক সাপুড়ের মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (২ নভেম্বর) রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই সাপুড়ের মৃত্যু হয়।

 

শৈলকুপা থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সন্ধ্যার দিকে বাড়ির পাশে বিষধর একটি সাপের খোঁজ পেয়ে সেটি ধরে বস্তার ভেতরে ঢুকানোর সময় শুকুর আলীর ডান হাতে ছোবল দেয়। এরপর নিজেই ভ্যান চালিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান শুকুর আলী। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ২২১৬ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।