ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার (২ নভেম্বর) রাতে কুটি দক্ষিণ বাজারে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের ৩ ঘণ্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
কসবা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল্লাহ খালিদ জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। কিন্তু আগুনের তীব্রতা বেঁড়ে যাওয়ায় পরে ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া ও কুমিল্লা জেলার বুড়িচং থেকে আরও ইউনিট অগ্নিনির্বাপণে অংশ নেয়। প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে। এর মধ্যে টিনের ও কাঠের তৈরি কাঁচা আটটি দোকান পুড়ে গেছে। এর মধ্যে তিনটিতে ধান, পাট ও মরিচের গুদাম ছিল। কি পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি।
বাংলাদেশ সময়: ০৯০৬ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২১
এনএইচআর