ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

প্রচারণায় নিজেকে ‘ডাকাত’ পরিচয় দিলেন প্রার্থী!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২১
প্রচারণায় নিজেকে ‘ডাকাত’ পরিচয় দিলেন প্রার্থী! মো. আলী আমজাদ তালুকদার

হবিগঞ্জ: এখনকার নির্বাচনে ভোট ভাগিয়ে নিতে প্রার্থীদের মূল ফন্দি অঢেল আত্মপ্রচার। নিজের দোষ-ত্রুটির কথা প্রচারণায় উল্লেখ করা প্রার্থীর সংখ্যা আজকাল নগণ্য।

কিন্তু এর ঠিক বিপরীত ঘটেছে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায়।

ভোট চাইতে গিয়ে কয়েকশ মানুষের সমাগমে নিজেকে ‘ডাকাত’ পরিচয় দিয়েছেন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের এক চেয়ারম্যান প্রার্থী। তার এমন বক্তব্য সভা পর্যন্তই সীমাবদ্ধ থাকেনি, ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও। এ নিয়ে যে যার মতো আলোচনা-সমালোচনা করছেন এলাকাবাসী।

এ কাণ্ড ঘটিয়েছেন উপজেলার পাঁচ নম্বর শিবপাশা ইউপির বর্তমান চেয়ারম্যান মো. আলী আমজাদ তালুকদার। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও দলের বিদ্রোহী প্রার্থী তিনি।

সম্প্রতি রাতের বেলায় ইউনিয়নের কয়েকশ মানুষকে নিয়ে নির্বাচনী সভা করেন তিনি। এ সময় মাইকে দেওয়া বক্তব্যে নিজেকে ডাকাত পরিচয় দেয়ার পাশাপাশি অশ্লীল ভাষা ব্যবহার করেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর উদ্দেশে।

সভার একটি ভিডিওতে দেখা গেছে, আলী আমজাদ তালুকদার বলে যাচ্ছেন, আপনারা সবাই জানেন ‘আমি একজন ডাকাত মানুষ’। পুরো উপজেলার নারী-পুরুষ আমাকে চিনে। আমি উপজেলা চেয়ারম্যান বানিয়েছি। ১১ তারিখ নির্বাচন, ১২ তারিখেই কোন চোরের (প্রতিপক্ষ প্রার্থী) মুখে আওয়াজ থাকবে না। ’

পরে অবশ্য তিনি চোরও না, ডাকাতও না বলে দাবি করেন নিজেকে। এ সময় প্রতিপক্ষ প্রার্থীকে চোর পরিচিতি দিয়ে তাকে উদ্দেশ্য করে অশ্লীল শব্দ উচ্চারণ করেন তিনি।

চেয়ারম্যান প্রার্থীর ৮ মিনিট ৪৯ সেকেন্ডের ওই বক্তব্য শেষে মোনাজাত ও খাবার বিতরণের মধ্য দিয়ে সেই নির্বাচনী সভা শেষ হয়। এরপরই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এমন বক্তব্য দিয়েছেন কি না জানতে চাইলে আলী আমজাদ তালুকদার মুঠোফোনে বাংলানিউজকে বলেন, প্রতিপক্ষ প্রার্থীর লোকজন আমার ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলেছে। এজন্য আমি এমন বক্তব্য দিয়েছি।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২১
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।