ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

নলকূপের পানি নিতে বাধা দেওয়ায় যুবক খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২১
নলকূপের পানি নিতে বাধা দেওয়ায় যুবক খুন

হবিগঞ্জ: হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় নলকূপের পানি নিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে রনুয়ার মিয়া (৩২) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন নারী-পুরুষ।

 
 
রোববার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার নোয়াগড় গ্রামে এ ঘটনা ঘটে। রনুয়ার নোয়াগড় গ্রামের নূর ইসলামের ছেলে।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নোয়াগড় গ্রামের ছনু উল্লা ও নূর ইসলাম গোষ্ঠীর মধ্যে পূর্ব বিরোধ ছিল। রোববার সন্ধ্যায় নূর ইসলাম গোষ্ঠীর একটি শিশু ছনু উল্লার গোষ্ঠীর রনুয়ারদের বাড়ির নলকূপ থেকে পানি আনতে যায়। এ সময় রনুয়ার পরিবারের লোকজন শিশুটিকে পানি নিতে বাধা দেয়। এ নিয়ে দুপক্ষ কথা কাটাকাটি ও একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
 
এতে কয়েকজন টেঁটাবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রনুয়ারকে মৃত ঘোষণা করেন। তার বড় ভাই টেঁটাবিদ্ধ মনোয়ারকে গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 
এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবু হানিফ বাংলানিউজকে বলেন, দুপক্ষ টেঁটা ও ফিকলসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। রনুয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।