ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে পাহাড় থেকে পড়ে বন্যহাতির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২১
কক্সবাজারে পাহাড় থেকে পড়ে বন্যহাতির মৃত্যু

কক্সবাজার: কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় পাহাড় থেকে নিচে পড়ে একটি বন্যহাতির বাচ্চার মৃত্যু হয়েছে।

রোববার (২১ নভেম্বর) দুপুরে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের সাতঘরিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

কক্সবাজার সদর উপজেলার সহকারী বন সংরক্ষক (এসিএফ) প্রাণতোষ চন্দ্র রায় বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মৃত অবস্থায় উদ্ধার বন্যহাতির বাচ্চাটির বয়স আনুমানিক দেড় থেকে দুই বছর হবে। এটি দৈর্ঘ্যে ৭ ফুট, প্রস্থে ৫ ফুট ও এটার শুড়ের দৈর্ঘ্য আড়াই ফুট।

প্রাণতোষ জানান, দুপুরে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের গজালিয়া সাতঘরিয়াপাড়া সংলগ্ন বনে স্থানীয় একদল লোক জ্বালানি কাঠ সংগ্রহে যাচ্ছিল। এ সময় তারা পাহাড়ি ঢালের নিচে পুকুরে বন্যহাতির একটি বাচ্চাকে মৃত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়দের জানায়। পরে স্থানীয়রা বিষয়টি বনবিভাগকে অবহিত করলে বনবিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে হাতির বাচ্চটি মৃত অবস্থায় উদ্ধার করে।  

তিনি আরও জানান, খবর পেয়ে সদর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের একটি দল ঘটনাস্থলে পৌঁছে হাতির বাচ্চাটির নমুনা সংগ্রহ করে।  

প্রাণতোষ জানান, বন্যহাতির বাচ্চাটির মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাহাড়ি ঢালের নিচে পুকুরে পড়ে আঘাতের কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে আসার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনাস্থলের পাশে বন্যহাতির বাচ্চাটিকে মাটি চাপা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২১
এসবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।