ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

ছাত্রীকে ধর্ষণের হুমকি

চালক-হেলপারের নামে মামলার প্রস্তুতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৯ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২১
চালক-হেলপারের নামে মামলার প্রস্তুতি

ঢাকা: রাজধানীর বদরুন্নেসা কলেজের ছাত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া ঠিকানা পরিবহনের চালক ও হেলপারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। চকবাজার থানায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে মামলাটি দায়ের করবেন।

রোববার (২১ নভেম্বর) রাতে চকবাজার থানার একাধিক সূত্র বিষয়টি বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী ছাত্রীর বাবা বর্তমানে চকবাজার থানায় অবস্থান করছেন। এজাহার প্রস্তুত হলেই চালক-হেলপারের বিরুদ্ধে মামলাটি রেকর্ড করা হবে বলে জানিয়েছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

এর আগে রোববার সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে ঠিকানা পরিবহনের চালক মো. রুবেল ও হেলপার মো. মেহেদী হাসানকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

অভিযোগ অনুযায়ী, শনিবার (২০ নভেম্বর) সকালে শনির আখড়া থেকে কলেজে যাওয়ার জন্য ঠিকানা পরিবহনের একটি বাসে ওঠেন ওই ছাত্রী। এ সময় শিক্ষার্থী হিসেবে তিনি হাফ ভাড়া দিতে চাইলে হেলপার মেহেদী তা নিতে রাজি হননি। একপর্যায়ে তিনি ওই ছাত্রীকে ধর্ষণের হুমকি দেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

এর প্রতিবাদে রোববার সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বদরুন্নেসা কলেজের  শিক্ষার্থীরা। পরবর্তীতে ২৪ ঘণ্টার আল্টিমেটামসহ তিন দফা দাবি জানিয়ে তারা সড়ক থেকে সরে যান।

আরও পড়ুন:
চুক্তির টাকা ওঠাতেই বেপরোয়া চালক-হেলপার
ছাত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া চালক-হেলপার আটক

বাংলাদেশ সময়: ০০১৯ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২১
পিএম/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।