ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

উখিয়ায় বন্দুকযুদ্ধে মাদক কারবারি নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৪ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২১
উখিয়ায় বন্দুকযুদ্ধে মাদক কারবারি নিহত

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জাহাঙ্গীর আলম (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

র‌্যাবের দাবি, ওই ব্যক্তি মাদক কারবারি এবং ঘটনাস্থল থেকে ৭০ হাজার পিস ইয়াবা ও একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়েছে।

নিহত জাহাঙ্গীর উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী জমিদারপাড়ার বাসিন্দা।

রোববার (২১ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লে. নিয়াজ মোহাম্মদ চপল।

র‌্যাব জানায়, ভোরে বালুখালীর কাকড়া সেতু এলাকায় র‌্যাব-৭ এর একটি দলের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় আত্মরক্ষার্থে র‌্যাব গুলি চালালে মাদক কারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে জাহাঙ্গীরের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ৭০ হাজার পিস ইয়াবা, একটি ওয়ান শুটার গান ও কার্তুজ উদ্ধার করা হয়েছে।

ফ্লাইট লে. নিয়াজ মোহাম্মদ চপল আরও বলেন, গত ১১ নভেম্বর জাহাঙ্গীরের বড় ভাইয়ের কাছ থেকে এক লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছিল। তার শ্যালিকার কাছেও মিয়ানমারের অর্থ পাওয়া গেছে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০১১৩ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২১
এসবি/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।