ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

বিয়ের ভোজ শেষে ফেরার পথে প্রাণ গেল ৩ শিশুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৬ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২১
বিয়ের ভোজ শেষে ফেরার পথে প্রাণ গেল ৩ শিশুর

সুনামগঞ্জ: সুনামগঞ্জে বিয়ের ভোজ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিন শিশুর।  এ দুর্ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন।

রোববার (২১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে জেলার শান্তিগঞ্জ উপজেলার সিচনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোল্লারগাঁও গ্রামের পুতুল দাসের পুত্র খোকন দাস (৬), প্রণব চন্দের পুত্র লিপু চন্দ (৯) ও কেশব দাসের পুত্র নিলয় (৯)।
দুর্ঘটনায় নিহত হাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ থানার ওসি কাজী মোক্তাদির হোসেন।

স্থানীয়রা জানান, রোববার রাত ৯টায় পাগলার আল-ফেরদৌস কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত চৌধুরী টপ্পার ভাতিজির বিয়ের ভোজ শেষে মাইক্রোবাসে চড়ে বাড়ি ফিরছিলেন তারা। ডাবর-জগন্নাথপুর সড়কের সিচনী এলাকায় পৌঁছালে রাস্তার পাশে থেমে থাকা ট্রাকের পিছনে মাইক্রোবাসটি সজোরে ধাক্কা খায়। এ সময় ঘটনাস্থলে একজন নিহত হয়। পরে গুরুতর আহত চারজনকে সিলেট ওসমানী মেডিক্যাল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরো দুইজনের মৃত্যু হয়।

ওসি মোক্তাদির হোসেন বাংলানিউজকে জানান, রাস্তার পাশে পার্কিং অবস্থায় থাকা ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে মাইক্রোবাসের তিনজন নিহত ও চারজন আহত হয়েছে। নিহত তিনজনসহ আহতরা বিয়ে বাড়ি থেকে ফিরছিলেন।  

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।