ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নালিতাবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় আরোহী নিহত

ডিস্টিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২১
নালিতাবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় আরোহী নিহত ফাইল ছবি

শেরপুর: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভালুকাকুড়া গ্রামে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বিপ্লব হোসাইন বিষু ওরফে সুমন (৩২) নামে এক আরোহী যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন রেহেনা বেগম (৪৫) নামে এক নারী।

রোববার (১৯ ডিসেম্বর) বিকেলের দিকে নালিতাবাড়ী-হালুয়াঘাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিপ্লব শেরপুর শহরের বাগরাকসা মহল্লার মোরাদ মিয়ার ছেলে।

জানা গেছে, বিকেলে মোটরসাইকেলে চালিয়ে নালিতাবাড়ী হয়ে হালুয়াঘাটের দিকে যাচ্ছিলেন বিপ্লব। পথে ভালুকাকুড়া গ্রামে এলে পারাপাররত রেহেনা নামে ওই নারীকে রক্ষা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল নিয়ে সড়কের পাশে পড়ে যান তিনি। এতে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহন হন বিপ্লব। একইসঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে রেহেনার পা ভেঙে যায়। পথচারীরা দেখতে পেয়ে দু’জনকে উদ্ধার করে নালিতাবাড়ী  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে যায়। পরীক্ষা-নিরীক্ষা করে বিপ্লবকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক এবং রেহেনাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে স্থানান্তর করেন।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল জানান, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।