ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বেলকুচিতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২১
বেলকুচিতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচিতে সাফিয়া খাতুন (৩৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে স্বজনদের অভিযোগ, পারিবারিক কলহের জের ধরে সাফিয়াকে শ্বাসরোধ করে হত্যার পর ঝুলিয়ে রেখেছেন সাফিয়ার স্বামী শামীম তালুকদারসহ শ্বশুড় বাড়ির লোকজন।

রোববার (১৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার রাজাপুর ইউনিয়নের মাইঝাইল গ্রামে শ্বশুড় বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়।  

নিহত সাফিয়া একই জেলার রায়গঞ্জ উপজেলার বৈকুণ্ঠপুর গ্রামের শফিউল বারীর মেয়ে।

গৃহবধূর চাচা রফিকুল ইসলাম জানান, ১৪ বছর আগে সাফিয়ার সঙ্গে বিয়ে হয় শামীম
তালুকদারের। বিয়ের পর থেকে যৌতুকের টাকার জন্য সাফিয়ার ওপর প্রায়ই নির্যাতন
চালাতেন তার স্বামী। একই জের ধরে শনিবার (১৮ ডিসেম্বর) রাতে সাফিয়া ও শামীমের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে সাফিয়াকে হত্যা করে মরদেহ ঘরের মধ্যে ঝুলিয়ে রেখে পালিয়ে যান স্বামী।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বাংলানিউজকে জানান, সাফিয়ার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মর্গে প্রতিবেদন দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্তা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।