ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় পরিবহনে চাঁদাবাজির অভিযোগে আটক ২৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২১
কুমিল্লায় পরিবহনে চাঁদাবাজির অভিযোগে আটক ২৭ আটকরা।

কুমিল্লা: কুমিল্লার বিভিন্ন উপজেলা থেকে পরিবহনে চাঁদাবাজির অভিযোগে ২৭ জনকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২।  

রোববার (১৯ ডিসেম্বর) জেলার কোতোয়ালি, বুড়িচং, বরুড়া, দেবিদ্বার, লাকসাম, মুরাদনগর, ব্রাহ্মণপাড়া থেকে তাদের আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে চাঁদা আদায়ের ৩২৫টি রশিদ ও নগদ ৮৫ হাজার টাকা উদ্ধার করা হয়।  

সোমবার (২০ ডিসেম্বর) র‍্যাব জানায়, দীর্ঘদিন ধরে পরিবহন চাঁদাবাজ চক্রের সদস্যরা কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলার বিভিন্ন রাস্তায় অটোরিকশা, সিএনজিচালিত অটোরিকশা, মিশুক, ট্রাক ও কভার্ডভ্যানের চালক ও হেলপারদের কাছ থেকে জোর করে টাকা আদায় করে আসছিল। এসব পরিবহন চাঁদাবাজরা সরকার নির্ধারিত স্ট্যান্ড ব্যতীত অননুমোদিত স্থান থেকে এবং উপজেলা কর্তৃক ইজারাকৃত জায়গায় নির্ধারিত টাকার পরিমাণের চাইতে বেশি টাকা হাতিয়ে নিচ্ছে। পরিবহন চালকরা টাকা দিতে অস্বীকৃতি জানালে এসব চাঁদাবাজরা চালকদের ভয়ভিতি প্রদর্শন করে এবং কোনো কোনো ক্ষেত্রে শারীরিকভাবে আঘাত করে চাঁদা আদায় করে যা বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। বর্তমান সময়ে এসব চাঁদাবাজদের এমন কর্মকাণ্ডে সাধারণ জনগণ বিভিন্ন ধরনের হয়রানির সম্মুখীন হচ্ছেন।

র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা ক্যাম্পে বিভিন্ন সময়ে বিভিন্ন উপজেলা এবং থানা থেকে ভুক্তভোগীরা এ ব্যাপারে মৌখিক এবং লিখিত অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে আটকরা হলেন, ব্রাহ্মণপাড়া এলাকার তোফাজ্জল হোসেন (৩২), কাজি মো. আল মামুন (২৮), মো. টিপু সুলতান (২৮), আসাদুল (২২), দেবিদ্বার উপজেলার মবিন (২১), মফিজুল ইসলাম (২৮), ইব্রাহিম  খলিল (২৫), আরমান (১৯), ইব্রাহিম হোসেন (৩০), শহিদুল হোসেন, সাদ্দাম হোসেন (২৭), বরুড়া উপজেলার শাহজাহান (৪৪), সোহেল হোসেন (৩২), মহিন উদ্দিন (৩২), আবুল কালাম আজাদ (৩২), সদর দক্ষিণ উপজেলার সবুজ (১৯), বুড়িচং উপজেলার রাকিব হোসেন(২৩), মুমুনুর রশিদ(৩২), ওহিদ মিয়া(৫০), রুবেল(৩২), জালাল হোসেন (৩১), নূর উদ্দিন (৩২), শফিকুল ইসলাম রুবেল (২৫), জাহিদ (২৬), মোস্তফা (৩২), শরীফ (৩১), ফারুক (২৮), মুরাদনগর উপজেলার শাহ আলম (২৬)।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা অভিযোগের দায় স্বীকার করেছে। আসামিদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। দায়িত্বপূর্ণ এলাকায় চাঁদাবাজদের আটক করে আইনের আওতায় আনতে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১০২৪ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।