ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাজীপুরে অটোরিকশারচালক খুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২১
গাজীপুরে অটোরিকশারচালক খুন ...

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল থানাধীন ইছালী ব্রিজ এলাকায় রমজান আলী (৩০) নামে এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২০ ডিসেম্বর) সকাল ৯টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

 

নিহত রমজান গাজীপুর সিটি করপোরেশনের মেট্রোপলিটন সদর থানাধীন হারিনাল এলাকার আবদুল দাইয়ান ভুঁইয়ার ছেলে।

গাজীপুর মেট্রোপলিটন পূবাইল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শরীফ হোসেন জানান, সকালে ইছালী ব্রিজ এলাকায় সড়কের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন এলাকাবাসী। খবর পেয়ে সকাল ৯টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।  

তিনি আরও জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে রাতে  দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহ ওই স্থানে ফেলে পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২১
আরএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।