ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নরসিংদীতে ট্রাকচাপায় পথচারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২১
নরসিংদীতে ট্রাকচাপায় পথচারী নিহত প্রতীকী ছবি

নরসিংদী: নরসিংদীতে ট্রাকের চাপায় জসিম (৪৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।  সোমবার (২০ ডিসেম্বর) সকালে সদর উপজেলার পাঁচদোনা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জসিম মাধবদীতে বসবাস করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।  

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ইটাখোলা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হায়দার তালুকদার।

স্থানীয়রা জানায়, সোমবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচদোনা মোড় এলাকায় রাস্তার পাশ ধরে হাঁটছিলেন জসিম। এসময় পেছন দিক থেকে মালবাহী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। পরে স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করে পুলিশকে খবর দেয়।

ইটাখোলা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হায়দার তালুকদার বলেন, ট্রাকচাপায় জসিম নামে একজন মারা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।